প্রতিনিধি,
বিশালগড়, ১৫ ডিসেম্বর।। কমলাসাগর এবং চড়িলামে সিপিএম কংগ্রেস ছাড়লেন ত্রিশ জন ভোটার। বৃহস্পতিবার বিকালে চড়িলাম বিধানসভা কেন্দ্রের ২১ নং বুথ উত্তর চড়িলামে বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ১৫ জন ভোটার সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের গেরুয়া পতাকা হাতে তুলে দিয়ে বরণ করেন এসসি মোর্চার সভাপতি রাজেশ দাস, বিজেপির জেলা সদস্য শ্যামল দেবনাথ, চড়িলাম মন্ডল সদস্য বিপ্লব সাহা প্রমূখ। এদিকে কমলাসাগর মন্ডলের ১০ নং বুথ পাথারিয়াদ্বারে ১৫ ভোটার সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। তাদের বরণ করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম মিয়া , কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী প্রমুখ। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম মিয়া বলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখে কংগ্রেস সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করছে রাজ্যের হাজার হাজার মানুষ। আগামী দিনে সিপিএম কংগ্রেস তাদের সাইনবোর্ড রক্ষা করতে পারে কি-না সন্দেহ রয়েছে।
চরিলাম ও কমলাসাগরে সিপিএম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান
87