প্রতিনিধি তেলিয়ামুড়া।১২ডিসেম্বর। । পোলিং বুথ পরিদর্শনী গিয়ে উদ্ধার হল দেশি বন্ধুক।ঘটনা আজ সোমবার বিকাল আনুমানিক ৫ টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন বিলাইহাম জে বি স্কুল সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী এক গভীর জঙ্গলে । এই ঘটনায় গোটা তেলিয়ামুড়ায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে । ঘটনার বিবরণে প্রকাশ, আসন্ন ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন মুঙ্গিয়াকামী থানাধীন বিলাইহাম জে বি স্কুল পোলিং বুথ এবং তার পার্শ্ববর্তী এলাকায় পরিদর্শন করতে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মার নেতৃত্বে পুলিশ ও টি এস আর বাহিনীর আধিকারিকেরা আইনশৃঙ্খলা রক্ষার্থে টহলদারিতে বের হয় । আর পুলিশের এই আকস্মিক টহলদারিতে হঠাৎ খবর আসে বিলাইহাম জঙ্গলের মধ্যে পরিত্যক্ত জুম টং ঘরে একটি দেশি বন্ধু পরে রয়েছে। পুলিশ সার্চ করে দেশি বন্দুকটি উদ্ধার করে। যদিও উদ্ধারকৃত এই দেশি বন্দুকের সঙ্গে কোন কার্তুজ পাওয়া যায় নি । পরবর্তীতে সঙ্গে সঙ্গেই কর্তব্যরত পুলিশ আধিকারিকগণ এই গাদা দেশি বন্দুকটি উদ্ধার করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে । এই দিকে দেশি গাদা বন্দুক উদ্ধারের খবর পেয়ে তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা ।শ্রী ত্রিপুরা জানান Cr. P. C 102 ধারায় মামলা নিয়ে আগামীকাল সকালে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হবে । তবে এইদিকে আসন্ন ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তেলিয়ামুড়া মহকুমায় বন্দুক উদ্ধারের ঘটনায় গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে । যদিও পুলিশ এই মুহূর্তে দেশি গাদা বন্দুকের সঙ্গে অন্য কোন ব্যক্তি বা কার্তুজ কাউকেই আটক করতে সক্ষম হয় নি । তবে এই বন্দুকটি আদৌও কিভাবে কোথা থেকে আসলো ? সত্যিই এই বন্দুকের পেছনে কার ইন্ধন রয়েছে সঠিক রহস্য উন্মোচনে ইতিমধ্যেই তদন্ত জারি রেখেছে মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মার নেতৃত্বে পুলিশ বাবুর । তবে একটি সূত্রে জানা গেছে বন্দুক উদ্ধার হওয়া এলাকাটি এবং তার আশপাশ এলাকাতেও ব্যাপকভাবেই বন্য পশু শিকার হয়। বিশেষ করে হরিণ শিকার প্রায়ই হয়ে থাকে। এ কারণেই হয়তোবা টংঘরে স্থানীয় শিকারীরা দাদা বন্দুকটি মজুদ করে রেখেছিল।
116