সিপিএম নেতৃত্বের কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ‘রাম-বাম’ জোট দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। সেই ‘নন্দকুমার মডেল’-এই ‘সাফল্য’ এল মহিষাদল বিধানসভার জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে। ভোটে পুরোদস্তুর ধরাশায়ী হল শাসকদল। তবে উল্টো ছবিও রয়েছে। তমলুকের খারুই-গঠরা সমবায় সমিতির নির্বাচনে শাসকদলের কাছে পর্যুদস্ত হয়েছে সিপিএম-বিজেপির জোট।রবিবার ৬২ আসনবিশিষ্ট জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সিপিএম-বিজেপি জোট সমর্থিত প্রার্থীদের দখলে আসে ৫১টি আসন। আর ১১টি আসনে জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এই ফলাফলের পর বিজেপি নেতৃত্ব দাবি করেন, সমবায় ভোটে বিজেপি-কংগ্রেস-সিপিএম সব দলই এক সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে। তবে ‘লাল সতর্কতা’ উপেক্ষা করে এই দুই সমবায় নির্বাচনে কেন ‘রাম-বাম’ জোট গড়া হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
110