
গত 30শে নভেম্বর চড়িলামের রাজনৈতিক সংঘর্ষে নিহত হন বামপন্থী কর্মী সহিদ মিঞা। আজ রবিবার সহিদ মিঞার বাড়িতে যান সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ এক ঝাঁক নেতৃত্ব। সেইদিন চড়িলামে যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটে তাতে নৃশংস ভাবে আঘাত করে খুন করা হয় সহিদ মিয়াকে। তার পরিবারের প্রতি একে একে সমবেদনা জ্ঞাপন করেছেন পার্টির পলিটব্যুরোর সদস্য মানিক সরকার থেকে শুরু করে তিপ্রা মথার সদস্য বুদ্ধ দেববর্মাও। আজ ছুটে যান পবিত্র কর। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই পার্টির সম্মেলন রয়েছে। তাতে সহিদ মিঞার এই বলিদান কে দেশের অন্যান্য শহীদের নামের তালিকাতেও অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া সহিদ মিঞার খুনিদের যেন উচিত শাস্তি হয় , সেই সমস্ত দিক নজরে রাখবেন তিনি। তাছাড়া তিনি এদিন পুলিশ প্রশাসন কে তীব্র কটাক্ষ করে বলেন, শাসক দলের হয়ে এরা কাজ করছে। তাই তাদের গা হেলামিতে দোষীরা শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু এমনটা যাতে না হয় তার জন্য আগামী দিনে ময়দানে নেমে লড়াই করবে বামফ্রন্ট। এদিন সহিদ মিঞার পরিবার কে তার দোষীদের শাস্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পবিত্র কর।