102
।
নাবালিকা ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম কান্তি রায়, বয়স ৩০। ঘটনা উদয়পুর মহকুমা বাগমা এলাকায়। বৃহস্পতিবার আর কে পুর মহিলা থানায় নাবালিকার পরিবার থেকে ধর্ষণের অভিযোগ করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কান্তি রায়কে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/৫০৬ আই পি সি এন্ড ৪ অফ পকসো অ্যাক্ট মামলা রুজু করে। কেইস নম্বর ৫৬/২০২২। তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর পূর্ণিমা দাস জানায়, আগামীকাল অভিযুক্তকে উদয়পুর আদালতে প্রেরণ করা হবে