Home » দলত্যাগ ও যোগদান সভা অব্যাহত ২৮ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়

দলত্যাগ ও যোগদান সভা অব্যাহত ২৮ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়

by admin

তেলিয়ামুড়া প্রতিনিধি –
দলত্যাগ ও যোগদান সভা অব্যাহত ২৮ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়। প্রতিদিনই কোথাও না কোথাও যোগদান চলছে। বুধবার সন্ধ্যায় বিজেপি ২৮ তেলিয়ামুড়া মন্ডলের অন্তর্ভুক্ত দুইটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। দুটি যোগদান সভায় উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধান সভার বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যানী রায়। প্রথম সভাটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া সিপিএমের আতর ঘর বলে পরিচিত তেলিয়ামুড়ার ১৫ নং ওয়ার্ডে। দীর্ঘদিন বামপন্থীদের সাথে থাকা এমন ৮ পরিবারের ২২ জন সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হন। তাঁদের দলে স্বাগতম জানান রাজ্য সরকারের মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়া বিধান সভার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায়। এই যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর তথা প্রাক্তন পুর পিতা নিতিন সাহা সহ অন্যান্যরা । পরবর্তী সময়ে করইলং এলাকায় বিবেকানন্দ পঞ্চায়েতের অন্তর্ভুক্ত শান্তিপাড়ায় আরেকটি যোগদান সভায় ২৩ পরিবারের ৬৪ জন ভোটার সি পি আই এম ও অন্যান্য দল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়। এই যোগদান সভায় বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন পুরপিতা রুপক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। উভয় যোগদান সভায় বিজেপি তে নবাগতদের হাতে দলিয় পতাকা হাতে তুলে দিয়ে বরন করেনেন বিধায়িকা কল্যানী রায় সহ উপস্থিত নেতৃত্বরা।

You may also like

Leave a Comment