Home » ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির জনজাতি মোর্চার উদ্দ্যোগে কাঁঠালিয়া বাজারে অনুষ্ঠীত হয় প্রকাশ্য জনসভা।

৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির জনজাতি মোর্চার উদ্দ্যোগে কাঁঠালিয়া বাজারে অনুষ্ঠীত হয় প্রকাশ্য জনসভা।

by admin

আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির জনজাতি মোর্চার উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া বাজারে এক প্রকাশ্য জনসভার আয়োজন করাহয়। আজকের এই প্রকাশ্য জনসভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানবক্তার পাশাপাশি আজকে এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপির দক্ষিন জেলার সদস্য মনিন্দ্র বিশ্বাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজকের জনসভায় বক্তব্যরাখতেগিয়ে বক্তারা আসন্ন ২০২৩ বিধানসভায় নির্বাচনে রাজ্যের উন্নয়নে বিজেপি মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহব্বান জানান। বক্তারা উনাদের বক্তব্যেরমধ্যদিয়ে রাজ্য সরকারেরবিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন তারপাশাপাশি বিগত বাম আমলের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন বক্তারা। বক্তাদের বক্তব্যশেষে অনুষ্ঠীত হয় এক যোগদান সভা। এই যোগদানসভায় তিপ্রামথা দলত্যাগকরে নয় পরিবারের ৪০ জন ভোটার বিজেপিতে যোগদানকরে। দলত্যাগীদের হাতে দলীয় পতাকাদিয়ে বরন করেনেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের শেষে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতধরে কাঁঠালিয়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের শুভউদ্ভোধন করাহয়। ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির জনজাতি মোর্চা কতৃক আয়োজিত আজকের এই প্রকাশ্য জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতির হারছিলো লক্ষনীয়।

You may also like

Leave a Comment