Home » নবম বাহিনী টি এস আর এর উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় এক রক্তদান শিবির ও মেগা প্রয়াস

নবম বাহিনী টি এস আর এর উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় এক রক্তদান শিবির ও মেগা প্রয়াস

by admin

নবম বাহিনী টি এস আর এর উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় এক রক্তদান শিবির ও মেগা প্রয়াস অনুষ্ঠান।

টি এস জোওয়ানরা নিজ কর্তব্য পালনের পাশাপাশি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী পালন করেযাচ্ছে। এরইমধ্যে রক্তের সংকট মেটাতে ও সাধারন লোকজনদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করার লক্ষ্যে বুধবার শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ীর হিচাছড়া টি এস আর নবম বাহিনীর হেডকোয়ার্টারে টি এস অর জোওয়ানদের উদ্দ্যোগে এক রক্তদান শিবিবের আয়োজন করাহয়। আজকের এই রক্তদান শিবিরে ১৫ জন জোওয়ানরা রক্তদানে এগিয়েআসে। রক্তদান শিবিরের পাশাপাশি অনুষ্ঠীত হয় মেগা প্রয়াস অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করলেন টি এস আর নবম বাহিনীর কমানডেন্ট রাজীব নাগ। উদ্ভোধকরে পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক আই পি এস মোরিয়াকৃষ্ণ চন্দ্র শেখর, সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক আই পি এস নমিত পাঠক সহ অন্যান্য অতিথিবৃন্দরা। আজকের এই মেগা প্রায়াস অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি কি করনীয় প্রয়োজন তা প্রদর্শন করাহয়। তারপাশাপাশি গরীব দুস্ত লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরন করাহয় ও এলাকার খেলোয়ারদের মধ্যে ফুটবল বিতরনকরাহয়। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ও অনুষ্ঠানের মূল লক্ষ্যসম্পর্কে সংবাদমাধ্যমের তুলেধরলেন নবম বাহিনী টি এস আর এর কমানডেন্ট রাজীব নাগ।

You may also like

Leave a Comment