জানা গেছে শুক্রবার গভির রাতে বাজারিছড়া থানার সাব ইন্সপেক্টর ধনস্বরাজ বসুমাতারি দলবল নিয়ে স্থানীয় উজান ছাগলমোহা গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে এক জোড়া হ্যান্ড মেইড বন্দুক উদ্ধার করেন।এ কান্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের নাম কমরুল আহমেদ(ত্রিশ)।জানা গেছে আটক ব্যক্তির নামে পুলিশে একাধিক মামলা ঝুলে রয়েছে।এ মর্মে পুলিশের সাব ইন্সপেক্টর ডি বসুমাতারি জানান যে পুলিশি অভিযানের আগাম খবর পেয়ে অভিযুক্ত যুবকটি নিজ বাড়ি থেকে পালিয়ে লাগোয়া তার কাকার বাড়িতে আত্মগোপন করেছিল।পরে তাকে তার কাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।পুলিশি তল্লাশিতে তার কাকার বাড়ির বিছানার সম্মুখ ভাগ থেকে দুটি হাতেবুনা বন্দুক উদ্ধার হয়।উক্ত রাতে তাকে থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদ করে পুলিশ।শনিবার ধৃতকে আদালতে তোলে তিন তিনের রিমান্ডে নেওয়া হয়েছে।বর্তমানে মামলাটির দায়িত্বে রয়েছেন পুলিশের আরেক এসআই নিরঞ্জন দাস।অভিযোগ মতে আটক যুবকটি গত দীর্ঘদিন ধরে বৃহত্তর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ সে ও তার সাঙ্গপাঙ্গরা খুন ডাকাতি সহ অপহরন কান্ডেও জড়িত বলে অভিযোগ।এ কান্ডে অভিযুক্তের কাকা জড়িত কি না তা এখনও স্পষ্ট নয়।তবে পুলিশ সে বিষয়টুকুও খতিয়ে দেখছে।পুলিশের এহেন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় জনগন।
ধর্মনগর,বাজারিছড়ার ছাগলমোহা গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দুটি হস্তনির্মিত বন্দুক(গাঁদা)সহ এক ব্যক্তি আটকের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে
by admin
written by admin
127