ধর্মনগর প্রতিনিধি,,আজ উত্তর জেলার দামছড়া থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে
সাফল্য পেল ।উত্তর জেলার দামছড়া থানাধীন উরিয়াচেরা এলাকা থেকে।ঘটনার বিবরণে জানা যায় আজ রাতে গোপন সূত্রের ভিত্তিতে
দামছড়ার থানার পুলিশ জানতে পারে, যে উনান জয় রিয়াং এর বাড়িতে প্রচুর পরিমাণ হিরোইন মজুদ করে রাখা আছে। সেই গোপন খবরের ভিত্তিতে দামছাড়া থানার পুলিশ যখন উনান জয়র ইয়াং এর বাড়িতে তল্লাশি চালায় তখন তারা তিনটি সাবানের কেইছে মোট ৩৩ গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করে। তারি সাথে উনান জন রিয়াং, বয়স ২৪,পিতা সদাই রাম রিয়াং।
এবং এই উনাঞ্জয়ের ইয়াং এর বাড়িতেই উপস্থিত থাকা 2) জিল্লুল আহমেদ বয়স 28,পিতা মৃত জালাল উদ্দিন।
বাড়ি বাজারঘাট, কোটামনি, পিএস-বাজারিচেরা, জেলা শ্রীভূমি, আসাম
আটককৃত হেরোইনের। আনুমানিক কালোবাজারিমূল্য প্রায় ৩থেকে ৪ লক্ষ টাকা বলে জানা গেছে।
পুলিশ অভিযানে হিরোইন সহ ২ যুবক এবং দুটি মোবাইল ফোন জব্দ করেছে।
এ বিষয়ে দামছড়া থানার পুলিশ জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক পাচার রোধে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। চলতি ঘটনায় NDPS আইনে একটি মামলা রুজু করে তাদের গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।আগামীকাল তাকে কোর্টে তোলা হবে বলে খবর।
হেরোইন সহ আটক ২ যুবক
42
previous post