শান্তিরবাজার প্রতিনিধি :ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার শহরের আমটিলা এলাকার বাসিন্দা উত্তম দাস প্রতিনিয়ত ব্রাউন সুগার সহ বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পান করে বিভিন্ন জায়গায় তান্ডব চালায় বলে অভিযোগ। উত্তম দাসের নেশার রমরমা ব্যবসার জন্য শান্তির বাজারের যুব সমাজ ধ্বংসের মুখে। উত্তম দাস প্রতিনিয়ত ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশা পান করে শাসক দলের নাম ভাঙ্গিয়ে তান্ডব চালায় বলে অভিযোগ। উত্তম দাস পার্টির কোনো দায়িত্বে নেই। সে বামেদের সমর্থনকরে শাসক দলকে বদনামকরতে প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে। বামেদের ছত্র ছায়ায় থেকে নিজেকে শাসকদলের লোক বলে শান্তির বাজারের শান্তি শৃঙ্খলা নষ্টকরার প্রয়াস চালিয়েযাচ্ছে উত্তম দাস নামে যুবক। শুক্রবার রাত্রিবেলায় নেশা সামগ্রী পান করে শান্তির বাজারে বাজার এলাকায় তান্ডব চালায় উত্তম দাস। উত্তম দাসের এইধরনের তান্ডবের সংবাদ সংগ্রহ করতেগেলে সে সাংবাদিককে বিভিন্নপ্রকারের হুমকি ধমকি দেয়। পরবর্তীসময় ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে উত্তম দাসকে শান্তির বাজার থানায় নিয়েযায়।
নেশাগ্রস্ত অবস্থায় শান্তির বাজারে বিভিন্নজায়গায় তান্ডব চালাতে গিয়ে পুলিশের হাতে আটক এক যুবক।
97