Home » ধর্মনগর মহকুমার বন দপ্তরের হাতে আটক লক্ষাদিক টাকার অবৈধ কাঠ।

ধর্মনগর মহকুমার বন দপ্তরের হাতে আটক লক্ষাদিক টাকার অবৈধ কাঠ।

by admin
  1. প্রতিনিধি ধর্মনগর : উত্তর জেলা ধর্মনগরে মহকুমার বিভিন্ন এলাকায় অবৈধ কাঠ পাচারকারীদের রুখতে বনদপ্তর এর উদ্যোগে রাত্রিকালীন প্রহরা এতটাই প্রখর যে যে কোন এলাকা দিয়ে রাতের আঁধারে কাঠ প্রচার করতে গেলেই বন দপ্তরের পেট্রোলিং পার্টি র হাতে আটক হচ্ছে পাচারকারীর কাঠ সহ বহনকারী গাড়ি। গতকাল গভীর রাতে ধর্মনগর বনদপ্তরের সাঁড়াশি অভিযানে পানিসাগর মহাকুমার পালগাঁও এলাকা থেকে আটক করা হয় দুইটি গাড়ি। বন দপ্তরের নৈশকালীন পেট্রোলিন পার্টি ভোর রাতে দেখতে পায় তিনতই পালগাঁও দিয়ে দুটি গাড়ি কাঠ বুঝাই করে আসছে। সন্দেহ বসে গাড়ির গাড়িটিকে তারা থামানোর জন্য সিগন্যাল দেয় অবস্থার ব্যাগতিক বুঝে গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যায়। বনদপ্তর এর কর্মীরা গাড়িটি তল্লাশি করে দেখতে পায় প্রায় ২০০ ফুট অবৈধ সেগুন কাঠ গাড়িতে রয়েছে যার বাজার মূল্য আনুমানিক লক্ষাদিক টাকার উপরে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা বন দপ্তর অধিক আধিকারিক জানান পানিসাগর পেট্রোলিন পার্টি টি আর 05 বি ১৫৯১ টি আর ০২ ৭৮৭৩ এই দুটি বলেরগাড়ি কে গভীর রাতে সন্দেহ বসত দাঁড়া করানোর জন্য তিল থই পালগাঁও এলাকাতে সিগনাল দিলে গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়। বন দপ্তরের পেট্রোলিন পার্টি গাড়ি তল্লাশি করে দেখতে পায় গাড়িতে অবৈধ কাঠ রয়েছে। খবর পেয়ে এলাকায় ছুটে যায় ধর্মনগর মহকুমা ফরেস্ট অফিসার অশোক কুমার। অবশেষে গাড়ি দুটিকে মালসহ জুরি রিজার্ভ ফরেস্ট অফিসে নিয়ে যায়। তিনি জানান কয়েক লক্ষ টাকার অবৈধ পাচার কালে চোরাই কাঠ এই দুটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। তিনি জানান এই কার্ডগুলি রাতের আঁধারে বইয়ের রাজ্যে প্রচার করার জন্যই নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। এই অভিযানে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর ফরেস্টার আব্দুল সাত্তার ধর্মনগর রেঞ্জার সুপ্রিয় দেবনাথ সহ বন দপ্তরের পেট্রোলিং পার্টির কর্মীরা।

You may also like

Leave a Comment