প্রতিনিধি মোহনপুর :- এয়ারপোর্ট থানার অন্তর্গত পশ্চিম নারায়ণপুর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। শনিবার গোপন খবরের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই নেশা সামগ্রীতে রয়েছে অবৈধ কফ সিরাপ এবং গাঁজা।
শনিবার এয়ারপোর্ট থানার পুলিশ পশ্চিম নারায়নপুর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। পুলিশের কাছে পূর্বেই খবর ছিল এলাকার কতিপয় নেশা ব্যবসায়ীর বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী মজুদ করা রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম এলাকায় অভিযান চালায়। বাড়ির ভেতরে কোন নেশা সামগ্রী না পাওয়া গেলেও বাড়ির পেছনে মাটির গর্তে পাওয়া গেছে অবৈধ নেশা সামগ্রী গুলো। এদিন আইপিএস প্রভেশনাল সুধীর কুমার, এসডিপিও সুব্রত বর্মন এবং এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে চলে এই অভিযান। এই অভিযানে ৯৭৫ বোতল অবৈধ কফ সিরাপ এবং ৭৮ কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে। যদিও এই ঘটনা সাথে জড়িত কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু মামলা গ্রহণ করার পর জমির মালিককে খুঁজে বার করার পাশাপাশি তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম নারায়নপুর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ
196