Home » রংমিস্ত্রির আক্রমণে আহত শাশুড়ি

রংমিস্ত্রির আক্রমণে আহত শাশুড়ি

by admin

প্রতিনিধি , উদয়পুর :- রংমিস্ত্রির আক্রমণে আহত হলেন শাশুড়ি সুনতি দাস বয়স ৫১ বছর বয়সী বৃদ্ধা । ঘটনা শনিবার রাত সাড়ে আটটা নাগাদ উদয়পুর ১ নং ফুল কুমারী বাঘের খোয়ার ।
ঘটনার বিবরণে জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে গৃহবধূ রুম্পা দাস জানান , তার স্বামী টুটন দাসের বিরুদ্ধে একই এলাকার রঞ্জন নামে এক ব্যক্তি খারাপ ভাষায় কটুক্তি করে। এই নিয়ে গৃহবধূ ও রুম্পা দাস ও তার শাশুড়ি সুনতি দাস জানতে চায় ঘটনা বিষয়ে । কিন্তু কিছু বুঝে ওঠার আগেই রঞ্জন, সুব্রত ও সঞ্জয় মারধর করে বৃদ্ধা সুনতি দাস কে । রক্তাক্ত হয়ে বৃদ্ধা সুনতি দাস রাধা কিশোরপুর থানায় তিনজনের নামে মামলা দায়ের করে বলে জানান গৃহবধূ রুম্পা দাস । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এক নং ফুলকুমারী বাঘের খোয়ার ।

You may also like

Leave a Comment