প্রতিনিধি, গন্ডাছড়া ১৪ জানুয়ারি:- বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে অন্যতম মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি মানেই গ্রাম বাংলার মানুষের মধ্যে আলাদা একটা অনুভূতি। অনেকেই এই পৌষ সংক্রান্তিকে পিটাপুলির উৎসব বলে থাকেন। পুরানো প্রথা অনুসারে প্রতিবছরই গ্রাম বাংলার মানুষ তাদের উঠানে আলপনা আঁকা সহ নিজ হাতে পিঠাপুলি তৈরি করে এবং সংক্রান্তির দিন সকাল থেকে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ভগবান হরির উদ্দেশ্যে লুট দেওয়া হয়। প্রতিটি হিন্দু সমাজের মানুষ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মনের আনন্দে লুট ধরে থাকে। অন্যান্য বছরের মতো এই বছর তার ব্যতিক্রম হয়নি। এ বছরও রাজ্যের সমস্ত এলাকার পাশাপাশি ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমা এলাকার দেবনাথ পাড়া, সাহা পাড়া, হরিপুর, ব্লক টিলা, ১২ কার্ড, ২০ কার্ড, ৩৬ কার্ড, ৬০ কার্ড, ৩০ কার্ড, পাল পাড়া, মন্ডল পাড়া, মল্লিক পাড়া, চন্দ্র কিশোর পাড়া, রমেশ কবিরাজ পাড়া, মনোরঞ্জন দাস পাড়া, জয়কিশোর পাড়া,নিখিল সরকার পাড়া সহ বিভিন্ন হিন্দু গ্রামে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় হরির উদ্দেশ্যে লুট। চলে অনেক রাত পর্যন্ত। এলাকার ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক এবং প্রবীণ ব্যক্তিরাও আনন্দের সাথে হরিণ লুট ধরতে দেখা যায়। লুট শেষে প্রতিটি পাড়ায় পাড়ায় খিচুরি প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হয়। ডট কমের যুগে শহর অঞ্চলে বাড়ি বাড়ি হরির লুটের আনন্দ তেমন ভাবে চোখে না পড়লেও গ্রাম অঞ্চলে এই প্রথা আজও অব্যাহত রয়েছে।
11