এবছরের ব্যাপক
উৎসাহ উদ্দীপনা ও বিশেষ করে প্রশাসনের কঠোর নজরদারির কারণে মহকুমার, কাঞ্চনপুর, দশদা, আনন্দ বাজার,,লালজুড়ি, জয়শ্রী ও রবীন্দ্র নগর, এলাকায় শ্যামা পুজো শান্তি পূর্ণ ভাবে শেষ হয়েছে। মহকুমার উল্লেখ যোগ্য ভাবে এবছর বড় বাজেটের পুজো করেছে রবীন্দ্রনগর সার্বজনীন কালীপূজা কমিটি, কাঞ্চনপুর মিলন সংঘ,নেতাজি ক্রীড়া সংঘ ও দশদার প্রগতি সংঘ। এছাড়াও আরক্ষা দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি ঘরেও পূজোর আয়োজন করা হয়েছে। পুজোর মধ্যে লক্ষ্য নিয় হচ্ছে এবছরের কাঞ্চনপুর মহকুমায় দেখা গেছে কোথাও পূজা মান্ডপ উদ্বোধনে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এড়িয়ে প্রবীণ ও নবীনের মেল বন্ধনে এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যাক্তিত্ব বা সংস্থার প্রবীণ সদস্যদের দিয়ে পূজো মন্ডপ উদ্বোধন করা হয়েছে। বিশেষ করে কাঞ্চনপুর মহকুমার সব থেকে পুরানো ক্লাব মিলন সংঘ ও দশদা বাজারের প্রগতি সংঘের পূজো কে কেন্দ্র করে এধরনের উদ্যোগ আগামী দিনে মহকুমার নতুন তাৎপর্য বহন করবে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য
কাঞ্চনপুর মিলন সংঘের এবারের কালীপূজার উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাবের প্রবীণ নবীন সদস্যদের মিলন মেলার রূপ নিয়েছিল পুজো চত্বর। ৯০ বৎসরের প্রবীণ সদস্য থেকে ২৩/২৪ বৎসরের সদস্য সদস্যাদের মিলন মেলা যা গোটা রাজ্যে একটা নজির ও দৃষ্টান্ত স্থাপন করেছে । ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে কাঞ্চনপুর মিলন সংঘের এবারের ৭১তম পুজোর উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রায় ৯০ ছুঁই ছুঁই বছরের ভারতচন্দ্র বড়ুয়া। ছিলেন বিশেষ অতিথি বাবুল বিকাশ বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মিলন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য সুধাংশু রঞ্জন সেন, অজিত কুমার সাহা ক্লাবের বর্তমান সভাপতি তাপসেন্দু নাথ, সম্পাদক মনোজ বড়ুয়া, বিশ্বজিৎ সাহা, বিজিৎ শর্মা, সহ নবীন ও প্রবীণ প্রজন্মের সদস্যরা।একই ভাবে কাঞ্চনপুর মহকুমার দশদা প্রগতি সংঘের পূজো মন্ডপ উদ্বোধন করেন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য এলাকার প্রবীণ নাগরিক এশিয়ার সর্ববৃহৎ বেসরকারি সংস্থা স্বস্থি সমবায় সমিতির দুবারের নির্বাচিত চেয়ারম্যান মনিন্দ্র চন্দ্র নাথ, বিশিষ্ট সমাজ সেবক নিহারেন্দু বিকাশ বড়ুয়া , সংঘের প্রাক্তন সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক রাজেন্দ্র চন্দ্র নাথ,পরিমল পাল,ও সংঘের বর্তমান সভাপতি নিশেন্দু চন্দ্র নাথ প্রমুখ । প্রগতি সংঘের এবছরে পঁয়ত্রিশ তম কালি পুজোর আয়োজন করা হয়েছে। নানা অনুষ্ঠান নাটক,নাচ, গান ও ওপেন কুইজের মাধ্যমে পূজোর অনুষ্ঠান সম্পুর্ন হয়েছে। নেতাজি ক্রীড়া সংঘের পুজোর উদ্বোধন করেন মহকুমা পুলিশ অফিসার সৌরভ ঠাকুর ও নেতাজি ক্রীড়া সংঘের সভাপতি রনজিৎ কুমার নাথ ও অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধন অনুষ্ঠানে নেতাজি ক্রীড়া সংঘ কাঞ্চনপুর মহকুমায় ব্যাপকভাবে বেড়ে চলা মাদকের বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছে। মহকুমা পুলিশ অফিসার এবং নেতাজি ক্রীড়া সংঘের সভাপতি রনজিৎ কুমার নাথ গোটা কাঞ্চনপুর জুড়ে যে ভাবে মাদকে ছেয়ে যাচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন। রনজিৎ কুমার নাথ বলেন কেবল পূজো ভিত্তিক ক্লাব করলে হবে না। অধিকাংশ সময়ে দেখা যায় পূজোকে কেন্দ্র করে শত শত ক্লাব গজিয়ে ওঠে। পূজোর সময় বিনোদন উপভোগ করে সারা বছর কোন সামাজিক কাজে এদের দেখা মেলে না। সমাজকে সঠিকভাবে এগিয়ে যেতে সামাজিক সংস্থার দায়িত্ব অনেক। কাঞ্চনপুর মহকুমায় মাদক ও ড্রাগসের বাড়বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করে শ্রী নাথ বলেন মাদকের বানিজ্য করে কেউ কেউ দালান বাড়ি প্রভূত সম্পদ শালী হচ্ছে। অন্যদিকে কাঞ্চনপুরের যুব সমাজ ধংস হচ্ছে। শ্রী নাথ এই বিষয়ে জরুরি ভিত্তিতে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেন। মহকুমা পুলিশ অফিসার শ্রী ঠাকুর উদ্বোধনী অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও কাঞ্চনপুর মহকুমার
রবীন্দ্র নগর সার্বজনীন কালীপূজা কমিটির এবারের ১৫তম পুজো ছিল নজরকাড়া পুজো। পুজোর উদ্বোধন করেন পুরোহিত শান্তনু চক্রবর্তী। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রবীন্দ্রনগরে শ্যামা পুজো সম্পন্ন হয়েছে। এবারের শ্যামা পুজো উপলক্ষে কাঞ্চনপুর আরক্ষা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করার ফলে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে অনুষ্টান সম্পূর্ন হয়েছে । এবছরের উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় শ্যামা পুজোর দিন গুলিতে সকল জাতি ধর্ম নির্বিশেষে অংশ গ্ৰহনে অনুষ্টানের আলাদা তাৎপর্য বহন করেছে মহকুমা বাসীর অভিমত। জানা গেছে কাঞ্চনপুর মহকুমায় ক্লাব এবং বিভিন্ন বাড়ি ঘরের পুজা মিলে মোট ৩৬টি পুজো হয়েছে ।
কাঞ্চনপুর মহকুমায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শ্যামা পুজোর আয়োজন।
76