প্রতিনিধি শান্তিরবাজার :শ্রমিকদের স্বার্থে প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে ভারতীয় জনতা মজদুর সংঘ। এরইমধ্যে দক্ষিন জেলায় নবনিযুক্ত বিজেপির মন্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদানে কলসীরমুখ এলাকায় ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় সংবর্ধনা অনুষ্ঠান। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতছিলেন ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত, ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক,রাবার বোর্ড অফ ডিরেক্টর এবং মেম্বার সুনীল নমঃ, বিকাশ সেন, ভারতীয় জনতা মজদুর সংঘ প্রদেশ সভাপতি বাপন দত্ত, ত্রিপুরা রাবার মজদুর সংঘ প্রদেশ সভাপতি মুকুল নন্দী,রাজ্য প্রদেশ জনজাতি মোর্চার আই টি ইনচার্জ রবীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা রাবার শ্রমিকের বেতন বৃদ্ধীকরার জন্য রাজ্যসরকারকে ধন্যবাদ জানান। তারপাশি আগামীদিনে নবনিযুক্ত মন্ডলসভাপতিদের সঙ্গেথেকে শ্রমিকদের স্বার্থে প্রতিনিয়ত কাজকরেযেতেপারবেন বলে আশাব্যক্তকরেন। বক্তব্যের মাধ্যমে বক্তারা জানান রাজ্যের সার্বিক উন্নয়নে ও লোকজনের স্বার্থে রাজ্যসরকারের পাশে থাকবেবলে জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে আমন্ত্রীত অতিথি ও নবনিযুক্ত মন্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদানকরাহয়। আজকের আয়োজিত কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন ভারতীয় জনতা মজদুর সংঘের প্রদেশ সভাপতি বাপন দত্ত।
104
previous post