প্রতিনিধি শান্তিরবাজার :রিয়াং জনজাতিদের আরো বেশি মানোন্নয়নে লক্ষ্যে সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনা গুলি দ্রুত জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে জন সচেতন মূলক আলোচনা সভার আয়োজন করেন ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার। শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনু দখল সিং রিয়াং পাড়ার ব্রু সংগ্রংমা মাঠে হয় এই সচেতন মূলক আলোচনা সভা। আজকের এই সচেতন মূলক আলোচনা সভায় প্রায় ৬ শতাধিক রিয়াং জনজাতি নারী পুরুষ উপস্থিত ছিলেন। আজকের এই জনসচেতন মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিপ্রাসা হদার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তথা ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং, রিয়াং জনজাতিদের সমাজপতি খবারাম রিয়াং, বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল জয়েন চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং পাশাপাশি বিভিন্ন পাড়া চৌধুরী, হাপায় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিপ্রাসা হদার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তথা ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং আলোচনা করতে গিয়ে বলেন রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন রিয়াং জনজাতিদের প্রতি আন্তরিক। পাশাপাশি আরো বলেন সরকারের পাশাপাশি আমাদেরও লক্ষ্য পিছিয়ে পড়া রিয়াং জনজাতিদের মানোন্নয়নের পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আরো বলেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রী এবং টি.আর,পি.পি.টি .জি দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রতিনিয়ত বিভিন্ন রকম সহযোগিতা করে যাচ্ছেন রিয়াং জনজাতিদের মান উন্নয়নে। তাই স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের মাধ্যমে থেকে প্রায় ৯০০ টি সৌচালয়, জুমিয়া পরিবারদের আর্থিক সহযোগিতা পাশাপাশি, রাবার বাগান, ৫০০টি কম্বল, তাঁত শিল্পের ট্রেনিং সহ ইত্যাদি প্রকল্পের মাধ্যমে মানোন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তাই সরকারের এই পরিকল্পনা গুলিকে দ্রুত বাস্তবায়ন করে জনগণের কাছে পৌঁছে দিতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থাটি। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী নিকট দুটি দাবি নিয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান করেন শ্রী খনারাম রিয়াং একটি হলো রাজ্যভিত্তিক ব্রু সংগ্রংমা পূজাকে কেন্দ্র করে ছুটি ঘোষণা পাশাপাশি অপর একটি হল রিয়াং জনজাতিদের দখলকৃত লংদ্রাই মন্দিরের জায়গার পাট্টা প্রদান করার বিশেষভাবে জোরালো দাবি তোলেন।ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার উদ্যোগে আজকের এই জনসচেতন মূলক আলোচনা সভা কে কেন্দ্র করে রিয়াং জনজাতি লোকজনদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থা! রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বিশেষ আহবান?
33