প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুরের বিভিন্ন জায়গায় গত কয়েক মাস ধরে জোয়ার রমরমা ব্যবসা চলে আসছে। এই অবৈধ ব্যবসার কারণে সর্বসান্ত হচ্ছে বহু পরিবার। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ উদয়পুর মাতারবাড়ি কীর্তন সংলগ্ন পঞ্চায়েতের ময়দান থেকে মাতাবাড়ি বুড়াদিঘী এলাকার বাসিন্দা টুটন দাস অপরদিকে খিলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় স্বপন সরকার নামে এক ব্যক্তিকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী। প্রতিনিয়ত জোয়ার আসর উদয়পুরের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত বসানো হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। তার পেছনে বহু রাঘবওয়াল জড়িত রয়েছে বলে জানা যায়। পুলিশ সে বড় রাঘব বোয়ালদের ধরার জন্য এবার জাল পেতেছে বলে জানা যায় পুলিশের সূত্রে । রবিবার রাতে উদয়পুর মহকুমা পুলিশ অধিকারীক নির্মাণ দাস ও রাধা কিশোরপুর থানার অফিসার সমর দাস এই জুয়া বিরোধী অভিযান চালায়। তাদের কাছ থেকে নগদ চার হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশের এই সাফল্যে খুশি শিক্ষিত মহল ।
136