39
প্রতিনিধি মোহনপুর:- শনিবার গভীর রাতে গাঁজা বিরোধী অভিযান করলো সিধাই থানার পুলিশ। কলাগাছিয়া এলাকায় এই অবৈধ গাঁজা বিরোধী অভিযানে নষ্ট করা হয়েছে গাঁজা গাছ। সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারির নেতৃত্বে চলে এই গাঁজা বিরোধী অভিযান। উল্লেখ্য এই এলাকাতে রয়েছে আরো গাঁজা বাগান। স্থানীয়রা দাবি করেছেন অন্যান্য গাঁজা বাগান গুলো ধ্বংস করার জন্য উদ্যোগ গ্রহণ করুক পুলিশ।