Home » দীর্ঘদিনের প্রতারণা ধরল জনতা ।

দীর্ঘদিনের প্রতারণা ধরল জনতা ।

by admin

গ্যাস ভরে দেওয়ার নাম করে প্রায় কুড়ি জনের গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে আর ফিরিয়ে না দেবার অভিযোগ উঠে কৈলাসহর কালিপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে আজ সকাল বেলা ওই ব্যক্তিকে কৈলাশহর সোনামারা এলাকায় আটক করে এলাকাবাসী। গোপাল দত্ত নামে ঐ ব্যক্তি পেশায় একজন টুকটুক চালক দীর্ঘদিন ধরে শহরে টুকটুক চালিয়ে আসছে, অভিযোগ শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক লোকের গ্যাস সিলিন্ডার নিয়ে যায় গ্যাস ভর্তি করার নাম করে কিন্তু সেই সব গ্যাস সিলিন্ডার মালিকগণের হাতে সে আর ফিরিয়ে দেয়নি। অভিযোগ সোনামারা এলাকার প্রায় কুড়িজনের গ্যাস সিলিন্ডার নিয়ে যায় সে গ্যাস ভর্তি করে এনে দেবে বলে, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও সে আর গ্যাস সিলিন্ডার গুলি এনে দেয়নি তাই আজ এলাকাবাসীরা সোনামারা এলাকায় তার টুকটুক সহ তাকে আটক করে এবং সে লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় এলাকাবাসীদের এক মাসের ভেতরে সে কুড়ি জনের গ্যাস সিলিন্ডার ফিরিয়ে দেবে এরপর এলাকাবাসীরা তাকে ছেড়ে দেয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গুটা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এলাকাবাসী ঘটনার বিস্তারিত জানায়।

You may also like

Leave a Comment