Home » খুনের দায়ে অভিযুক্তের তিন বছরে কারাদণ্ড

খুনের দায়ে অভিযুক্তের তিন বছরে কারাদণ্ড

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৪ নভেম্বর।। খুনের দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিলো বিশালগড় এডিশনাল সেশন জর্জ। বিচারক দেবাশীষ কর বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। জানা যায়, ২০২১ সালের ২০ অক্টোবর লক্ষ্মী পূজার রাতে বিশ্রামগঞ্জের বাসিন্দা বিপ্লব ঘোষ তার পাশের বাড়ির উপেন্দ্র দেবনাথ ও তার ছেলে সাধন দেবনাথের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় । একসময় বিপ্লব ঘোষের ধাক্কায় বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ মাটিতে লুটিয়ে পড়ে। উপেন্দ্র দেবনাথকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময়ে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ। মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় বিপ্লব ঘোষের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিপ্লব ঘোষের বিরুদ্ধে খুনের মামলা গ্রহণ করে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪/এসটি টিআইপি ১ ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্ত বিপ্লব ঘোষকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন অভিযুক্ত। বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবার। উক্ত মামলায় সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বিশালগড় মহকুমা আদালতের এডিশনাল সেশন জর্জ দেবাশীষ কর অভিযুক্ত বিপ্লব বিপ্লব ঘোষকে দোষী সাব্যস্ত করে বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ খুনের অভিযোগে তিন বছরে কারাদণ্ডাদেশ দেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরো একমাসের সাজা ঘোষণা করেন। বিপ্লব ঘোষের সাজা ঘোষণার খবর পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। উক্ত মামলার তদন্তকারী অফিসার ছিলেন বিদ্যা দেববর্মা। সরকার পক্ষে মামলা লড়েছেন আইনজীবী গৌতম গিরি।

You may also like

Leave a Comment