58
- প্রতিনিধি,গন্ডাছড়া ৩০ অক্টোবর:- শিক্ষক বদলির প্রতিবাদে বুধবার পাখী ত্রিপুরা পাড়া পূর্ব বুলংবাসা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকরা তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি সম্প্রতি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন অবস্থায় দুই জন শিক্ষককে অন্যত্র বদলির আদেশ বের হয়। অবিলম্বে দুই শিক্ষকের বদলির আদেশ রোধ করতে হবে। তাদের আরো অভিযোগ এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। তার উপর বেজে বেজে ভালো শিক্ষকদের অন্যত্র বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে। আগে বিদ্যালয়ে পড়াশোনা ভালোভাবে চলত। বর্তমানে পড়াশোনা অনেকটাই ব্যাঘাত ঘটছে। তার কারণ যেসব শিক্ষকরা ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সব সময় গাইড দিত তাদেরকে একের পর এক অন্যত্র বদলি করে নিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর। যার ফলে বিদ্যালয়ে পড়াশুনা এক প্রকার লাটে উঠেছে। তাছাড়া বিদ্যালয়ে ক্লাস রুম থেকে শুরু করে বিদ্যালয়ে প্রবেশের রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিদ্যালয়ে গত পাঁচ বছর যাবত একটি দ্বিতল বিল্ডিং অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে, বিদ্যালয়ে নেই কোন শৌচালয়। যার ফলে ছাত্র-ছাত্রীরা প্রাকৃতিক কাজ সারতে হলে পার্শ্ববর্তী বাড়িঘরে যেতে হয়। মিড ডে মিল ছাত্র-ছাত্রীদের খুবই নিম্নমানের খাওয়ানো হয়। এই সব দাবিতে অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ডিসিএম দিলিপ দেববর্মা, গন্ডাছড়া বিদ্যালয় পরিদর্শক তৈইসা মগ সহ বিশাল পুলিশ বাহিনী। বিদ্যালয়ে পরিদর্শক অভিভাবকদের আশ্বাস দেন কালী পূজার পর তাদের দাবিগুলো সমাধান করা হবে। বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে এহেন আশ্বাস পেয়ে অভিভাবকরা বিদ্যালয় তালা মুক্ত করে দেয়।