Home » ধনপুরে ১২০ জনজাতি ভোটার বিজেপিতে

ধনপুরে ১২০ জনজাতি ভোটার বিজেপিতে

by admin

 প্রতিনিধি, বিশালগড়, ২৫ অক্টোবর।। একদিকে যেমন সংগঠন পর্ব সদস্যতা অভিযান চলছে তেমনি বিজেপিতে যোগদান কার্যক্রম চলছে সমানতালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের অংশীদার হচ্ছে এ রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ। দীর্ঘ পঁচিশ বছরের অন্ধকার রাজত্বের অবসানের পর গ্রাম পাহাড় সর্বত্র লেগেছে উন্নয়নের ছোঁয়া। তাই সাধারণ মানুষ ভিড়ছে উন্নয়নের শিবিরে। রাজ্যের জনজাতিরা অস্থির রাজনীতি থেকে মুক্তি চাইছে। তাই দলবেঁধে গেরুয়া ঝান্ডা হাতে তুলে নিচ্ছে। শুক্রবার ধনপুর বিধানসভার চন্দুল এডিসি ভিলেজে ১২০ জন জনজাতি ভোটার বিজেপিতে যোগ দেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ, জনজাতি নেতা দীনেশ ত্রিপুরা, রাজীব ত্রিপুরা, নন্দহরি ত্রিপুরা, রতি ত্রিপুরা, নেত্রী তনুশ্রী ত্রিপুরা, দুর্গা ত্রিপুরা প্রমুখ। সভায় ১২০ জন জনজাতি ভোটারকে গেরুয়া পতাকা হাতে তুলে দিয়ে বরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন একটানা পঁচিশ বছর সিপিএমের শাসন ছিল। কিন্তু এই চন্দুলে পানীয় জলের ব্যবস্থা করেনি। কিন্তু বিজেপি সরকার শুধু চন্দুল এডিসি ভিলেজে ছয়টি গভীর নলকূপ বসিয়েছে। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাচ্ছে। বিজেপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক ভাতা দুই হাজার টাকা করেছে। বিগত সরকারের আমলে একটি সরকারি ঘরের জন্য মানুষকে মিছিল মিটিং এ হাঁটতে হয়েছে । কিন্তু বর্তমান সরকার প্রতিটি গরিব পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে রেশন, বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে সরকার। উন্নয়ন নিয়ে দলবাজি রাজনীতি বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষার পাশাপাশি সকলের সার্বিক কল্যাণে সহযোগিতা করছে।

You may also like

Leave a Comment