68
- প্রতিনিধি মোহনপুর:- রাজ্যের ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলা প্রাঙ্গণকে নতুন কলেভরে সাজিয়ে তুলতে উদ্যোগ নিল দপ্তর। উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুক্রবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এক বৈঠক। মন্ত্রী, ইএম সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকদের উপস্থিতিতে করা হয়েছে বিস্তারিত আলোচনা।
- ব্রহ্মকুন্ডু মেলা ইতিমধ্যেই রাজ্যের গণ্ডি ছারিয়ে বহিঃ রাজ্যে জনপ্রিয় হতে শুরু করেছে। প্রতিবছর রাতে ভিড় বাড়ছে ধর্মপ্রাণ এবং ভ্রমণপিপাসু মানুষদের। বর্তমান রাজ্য সরকার পর্যটনকে গুরুত্ব দিয়ে এই মেলা প্রাঙ্গণকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে মন্ত্রী উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক বৈঠক। এই বৈঠকে দপ্তরের তরফে যে সমস্ত পরিকল্পনা রয়েছে এই মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তোলার জন্য সে প্রসঙ্গে প্রস্তাব করা হয়েছে। এদিন এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী রতনলাল নাথ বলেন গোটা পৃথিবীতে পর্যটন একটি আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে। ভারতবর্ষের বেশ কিছু রাজ্য পর্যটনের উপর ভর করে তাদের অর্থনীতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ত্রিপুরার এই ব্রহ্মকুন্ডু মেলাকে ভ্রমণ পিপাসু মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নেয়া হয়েছে এক গুচ্ছ প্রকল্প। পর্যটন দপ্তরের তরফে ব্রহ্ম কুণ্ড মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে ১৪.৪৯ কোটি টাকার খরচ অর্থ ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরো জানান এই মেলা প্রাঙ্গণকে আকর্ষণীয় করে তুলতে টুরিস্ট সেড, পার্কিং জুন, শ্লুইচ গেটের উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী বৃষকেতু দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, টিটি এএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।