69
- বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সীমান্ত এলাকাগুলিতে চুরির উপদ্রব দিনকে দিন বেড়েই চলেছে। খোয়াই শহরের বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে রাতদিন কোথাও না কোথাও চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায় সুশান্ত রঞ্জন পালের বাড়িতে রাতের আঁধারে আনুমানিক ৫ থেকে ৭ জন চোরের দল হানা দেয় । বাড়িতে লাগানো লোহার গ্রিলের তালা কেটে ঘরে ঢোকার চেষ্টা করে। তৎক্ষণাৎ বাড়ির লোক ঘটনাটি টের পাওয়ার ফলে তারা ঘুম থেকে উঠে পড়ে। বিষয়টি আছ করতে পেরে চোরের দল পালিয়ে যায় । প্রতিদিনই শহর ও গ্রামের বিভিন্ন এলাকা গুলিতে চোরের দল এরকমভাবে অহরহ দিনরাত চুরির ঘটনা সংগঠিত করছে। খোয়াই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে জনমানে প্রশ্ন উঠছে, এরকমভাবে পাহারা থাকা সত্ত্বেও চুরির ঘটনা কিভাবে সংঘটিত হচ্ছে। তাছাড়া সীমান্ত লাগোয়া এলাকাগগুলিতে বর্ডার সিকিউরিটি ফোর্স এর জওয়ানরা পাহারা রত থাকে । সে ক্ষেত্রে তাদের পাহাড়া এবং তারকাটার বেড়া অতিক্রম করে কি করে চোরের দল এরকম ভাবে ভারতে প্রবেশ করে এবং গরু কিংবা মোটরবাইক নিয়ে গা ঢাকা দেয়। খোয়াই এর আমজনগনের জানমালের সুরক্ষার ব্যাপারে প্রশাসন যেন আরও সতর্ক মনোভাব নিয়ে সুরক্ষা নিশ্চিত করে সেদিকে তাকিয়ে খোয়াই এর আম জনতা।