প্রতিনিধি, বিশালগড়।। কমলাসাগরে মুক বধির যুবতীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বিক্রম বিশ্বাস কে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযোগ পাওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । বর্তমানে সে জেল হাজতে রয়েছে। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে কমলাসাগরের হরিশনগর চা বাগিচায়। জানা গিয়েছে, চা শ্রমিক পরিবারের মুক বধির যুবতীকে জঙ্গলে নিয়ে গিয়ে জৈবিক লালসা চরিতার্থ করে স্থানীয় এক যুবক বিক্রম বিশ্বাস । ঘটনাটি ঘটে সোমবার দুপুরে হরিশনগর চা বাগিচায়। ন্যাক্কারজনক ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চা বাগিচায় । নির্যাতিতা সহ শ্রমিক পরিবারের উত্তেজিত জনতা বিশালগড় মহিলা থানার দ্বারস্থ হয় । প্রথমত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। এ কারণে মামলা নিতে পারেনি পুলিশ। পরবর্তী সময়ে সৌহার্দ্য নামক সামাজিক সংগঠন নির্যাতিতার পাশে দাঁড়ান। এরপর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। এদিন রাতেই অভিযুক্ত বিক্রম বিশ্বাস কে গ্রেফতার করে পুলিশ। পরদিন বুধবার ধৃতকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয় । আদালত অভিযুক্ত বিক্রম বিশ্বাস কে জেল হাজতে পাঠায়। আগামী ২৩ শে অক্টোবর পর্যন্ত জেল হাজতে থাকবে সে। এরপর পুনরায় তাকে আদালতে তোলা হবে। ওসি শিউলি দাস জানান অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্যাতিতার মেডিকেল টেস্ট করা হয়েছে ।
61
previous post