প্রতিনিধি, গন্ডাছড়া ৫ অক্টোবর:- আবারো আমবাসা উপনগর নাকার বড় সাফল্য। ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে আটক করে উপনগর নাকা পয়েন্টে থাকা এসপিও ,পুলিশ কর্মীরা। ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার সকালে আমবাসা- আগরতলা জাতীয় সড়কের উপনগর নাকা পয়েন্টে দুইটি স্কোরপিও গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৫১ প্যাকেটে মোট ১ লক্ষ ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপনগর নাকা পয়েন্টে থাকা এসপিও এবং পুলিশ কর্মীরা। পাশাপাশি নেশা সামগ্রীর সাথে চালক সহ চার যুবককে আটক করে আমবাসা থানার পুলিশ। এই সময় টিআর ০১- বিসি- ০২০২ এবং টিআর ০১- কে-৪৪৪০ গাড়ি দুটি মনুর দিক থেকে আমবাসার উদ্দেশ্যে আসছিল। উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলির বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে বলে জানান আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। ধৃত চার যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে আমবাসা থানার পুলিশ। দুর্গোৎসবের প্রাক মুহূর্তে পুলিশের এই সাফল্যে খুশি আমবাসা সহ গোটা জেলার সাধারণ মানুষ।
59