প্রতিনিধি , উদয়পুর :- টিআর কে এস মাধ্যমে রাজ্যের কর্মচারীদের ভবিষৎ সুরক্ষিত রাখার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয় । উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রের ২নং হল ঘরে । ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের পদাধিকারীকের উপস্থিতিতে টিআরকে এস গোমতী জেলার উদ্যোগে হয় এই আলোচনা সভা। জেলার শিক্ষক-কর্মচারীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা হয়। এদিনের সাংগঠনিক সভাতে সংগঠনকে সুদৃঢ় ও সুসংগঠিত করা নিয়ে আলোচনা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন TRKS টিআরকেএস ত্রিপুরা প্রদেশ সভাপতি আশীষ কান্তি ঘোষ, ৩ জন সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, ট্রেজারার ও অফিস সম্পাদক সমেত বিএমএস গোমতী জেলার প্রভারী হেলেন দেববর্মা। এছাড়া ছিলেন সংগঠনের সভাপতি গৌতম দাস, টি আর কে এস গোমতী জেলার সম্পাদক বিপ্লব বিজয় দে। আগামী দিনে সংগঠনের নানান কর্ম সূচি নিয়ে আলোচনা হয় এদিনের সভায়।
সভায় সভাপতিত্ব করেন পেনশনার সংঘ গোমতী জেলার সাধারণ সম্পাদক রানা প্রতাপ রায় এবং উপস্থিত ছিলেন অখিল ভারতীয় পেনশনার সংঘের সহ-সভাপতি রঞ্জিৎ দে ।
টিআর কে এস মাধ্যমে রাজ্যের কর্মচারীদের ভবিষৎ সুরক্ষিত রাখার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়
94
previous post