এন ডি পি এস কেইসের আসামি চিরঞ্জিত দেব, পিতা চন্দন দেব বাড়ি তেলিয়ামুড়া গমাইবাড়ি এলাকায়। মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো নাগাদ অভিযুক্ত চিরঞ্জিত দেব কে খোয়াই জেলা আদালতে হাজির করা হয়। সেই সময় ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে একটি অটো রিক্সা করে পালিয়ে য়েতে সক্ষম হয় সে। পরক্ষণেই খবরটি চাউর হওয়ার পর হইচই পড়ে যায় আদালত চত্বরে । বেড়ে যায় পুলিশি তৎপরতা , নানান জায়গায় শুরু হয় আসামির তল্লাশি । তবে প্রশ্ন হল এন ডি পি এস মামলায় ধৃত আসামিকে কি করে দায়সারা ভাবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার না করে তাকে আদালতে তোলা হয়। খোয়াই জেলা আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এধরনের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি তা মোটেও কাম্য নয়। কি করে নিরাপত্তা ব্যবস্থায় এ ধরনের গাফিলতি হলো এবং কারা কারা এর পেছনে যুক্ত রয়েছে তা অবিলম্বে তদন্ত করুক-রাজ্য আরক্ষা দপ্তর । তাছাড়া আগামী দিনে নিরাপত্তা ব্যবস্থায় এহেন গাফিলতি যদি ঘটে তবে যেকোনো বড় ধরনের মামলার আসামি সেখান থেকে পালিয়ে যেতে পারে ! আদালত চত্বরে সঠিক নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করুক খোয়াই জেলা প্রশাসন । পরবর্তী সময়ে পুলিশের সূত্র মারফত তেলিয়ামুড়া এলাকা থেকে আসামি চিরঞ্জিত দেবকে গ্রেফতার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ । তবে জেলা আদালতের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থার এহেনও গাফিলতি তা সত্যিই বিচারব্যবস্থাকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করায়।
খোয়াই জেলা আদালত থেকে পালালো বিচারাধীন বন্দি! যদিও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ
			by 										admin
									
					
											                    
						                            written by                                         admin
									
                            
																		                            
																														                    
								            
			237
			
				            
			        
    
                        previous post
                    
                    
                        