রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় খোয়াই শহর। রাত দশটায় সাধারণ মানুষ পুলিশের সাহায্য চাইলোও পুলিশ বাবুরা ফোন ধরেন না। রাত হলেই চোরের উপদ্রব অপরদিকে সমাজদ্রোহীদের তাণ্ডবে ওষ্টাগত প্রাণ খোয়াইবাসীর। এর জন্য পুলিশের দায়িত্ব জ্ঞানহীনতাইকেই দায়ী করছেন খোয়াই বাসি। সোমবার খোয়াই থানাধীন গৌরনগর এলাকায় স্বামীর হাতে নির্মমভাবে খুন হল বিমলা ঝড়া নামে এক গৃহবধূ। তাকে জলে ডুবিয়ে নিশংস ভাবে খুন করা হয়। ঘটনা জানতে পেরে পরের দিন ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। যদিও পুলিশ অভিযুক্ত স্বামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার খোয়াই জেলা আদালত থেকে এনডিপিএস মামলায় অভিযুক্ত এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয় । পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হলেও পুলিশের ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এই ঘটনার জন্য পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। ঘটনার পেছনে পুলিশের দায়িত্ব জ্ঞানহীনতাইকেই দায়ী করাহচ্ছে।জেলা পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করলে ঘটনার নেপথ্যে যে রহস্য লুকিয়ে রয়েছে তা উদঘাটন হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
79
previous post