প্রতিনিধি, উদয়পুর:- গত ছয় মাসের মধ্যে দুইটি অপহরণ কাঁকড়াবন থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে । গত সোমবার তথা জুনের ১০ তারিখ সকালে কাঁকড়াবন থানার অন্তর্গত মুড়াপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে । এই ঘটনায় বাড়ির সদস্যরা মেয়েকে খোঁজ করার জন্য বের হয়। কিন্তু দিনভর খোঁজাখুজি করার পরেও না পেয়ে অবশেষে ১১ তারিখ মঙ্গলবারে কাকরাবন থানায় একটি অপহরণ মামলা দায়ের করে নাবালিকা মেয়েটির পরিবার । পুলিশ অপহরণের মামলা হাতে পেয়ে খোঁজ শুরু করে । কিন্তু পুলিশ এই অপহরণ মামলায় তদন্তে নেমে অন্ধকারে প্রতিমুহূর্তে ধাবিত হচ্ছিল। পরবর্তী সময়ে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক ও অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে কাঁকড়াবন থানার ওসি রাজিব ভৌমিকের নেতৃত্বে এক পুলিশের তদন্তকারীর দল গঠন করা হয় । পরে এই তদন্তকারী দলটি তদন্তে নেমে জানতে পারে এই ঘটনায় জড়িত রয়েছে হদ্রা গর্জনমুড়া এলাকার ২২ বছর বয়সি প্রলয় ঘোষ নামে এক যুবক । জানা যায় , একটি ঔষুধ দোকানে কর্মরত উদয়পুরে । পুলিশ জানায় , ১০ তারিখ নাবালিকা মেয়েটিকে অপহরণ করার পর তাকে সেদিন দুপুরেই বেসরকারি বিমানে আগরতলা থেকে বহি: রাজ্য ব্যাঙ্গালোরে নিয়ে যায় । পরবর্তী সময় পুলিশ ব্যাঙ্গালোর শহরের স্থানীয় থানা কুদ্দুগুড্ডি থানার পুলিশের সহযোগিতায় কাঁকড়াবন থানার পুলিশ একটি বেসরকারি হোটেল থেকে নাবালিকা মেয়েকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ১৬ তারিখ তথা রবিবার সন্ধ্যা ছয়টায় আগরতলায় নিয়ে আসা হয় একটি বেসরকারি বিমানে করে । এই ঘটনায় পুলিশ প্রলয় ঘোষের বিরুদ্ধে ৩৬৬ এ / আই পি সি ধারায় মামলা গ্রহণ করে যার মামলা নম্বর ২৬ / ২০২৪ । ছয় দিনের মাথায় পুলিশ অপহরণ হওয়া ১৫ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার ফলে এক স্বস্তির নিঃশ্বাস নেমে আসে পরিবারের লোকজনের মধ্যে । পুলিশ জানিয়েছে , সোমবার দুপুরে অপহরণের ঘটনার সাথে যুক্ত প্রলয় ঘোষকে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হবে ।
91