96
প্রতিনিধি, বিশালগড় , ১৩ জুন।। বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের ১১ টি বৈদ্যুতিক পাখা চুরি হয়ে যায়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন এই দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত হয়েছে বলে স্কুল সূত্রে জানা যাচ্ছে। ঘটনা নজরে আসতেই পুলিশের দ্বারস্থ হয় স্কুল কতৃপক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া পাখা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ । এদিকে পাখা চুরি যাওয়ার খেসারত দিতে হচ্ছে বিদ্যার্থীদের। তীব্র গরমে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে ছাত্র ছাত্রীদের। বিশালগড় আদালত সংলগ্ন জাতীয় সড়কের পাশেই এই স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি যাওয়া পাখা উদ্ধার সহ চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে