প্রতিনিধি, বিশালগড় , ১২ জুন।। বিশালগড়ের নির্মাণ এবং অসংগঠিত শ্রমিকদের সমস্যা নিরসনের উদ্যোগ নিলেন বিধায়ক সুশান্ত দেব। শ্রমিকদের সমস্যা গুলো জানতে বুধবার সকালে বিশালগড় ব্রীজ চৌমুহনীতে শ্রমিকদের সাথে চায়ের আড্ডায় সামিল হন বিধায়ক। দিনের কাজে যোগ দেয়ার আগে বিধায়কের সাথে ঘন্টা খানেকের চায়ের আড্ডায় সামিল হন শতাধিক শ্রমিক। চায়ের কাপে চুমু দিতে দিতে নানা সমস্যার কথা তুলে ধরেন শ্রমিকরা। বিধায়ক সুশান্ত দেব বলেন আজকে আপনাদের সমস্যা শুনে তার সমাধানের পথ খুঁজতে এখানে এসেছি। ইতিমধ্যে শ্রমিকদের অফিস ঘরের ব্যবস্থা করেছেন বিধায়ক। আগামী ১৫ দিনের মধ্যে ক্যাম্প করে শ্রমিক কার্ড প্রদানের আশ্বাস দেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া ভিন রাজ্য কিংবা অন্য জেলা থেকে আসা ঠিকেদারি সংস্থার সঙ্গে কথা বলে স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেবেন বলে জানান বিধায়ক। শ্রমিকদের শরীরের প্রতি খেয়াল রাখতে পরামর্শ দেন তিনি। সবশেষে শ্রমিকদের গলায় গামছা পড়িয়ে সম্মানিত করেন বিধায়ক সুশান্ত দেব।
108
previous post