Home ত্রিপুরা বিশ্রামগঞ্জে মানব পাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

বিশ্রামগঞ্জে মানব পাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

by admin
0 comment 64 views

প্রতিনিধি, বিশালগড় , ১২ জুন।। মানব পাচার সিপাহীজলা জেলার অন্যতম জ্বলন্ত ইস্যু। গত কয়েকবছর ধরে নানা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলেও সমস্যা নিরসন হচ্ছে না। এবার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এই জলন্ত সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছে। বুধবার শিশু পাচার প্রতিরোধ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলাশাসকের কনফারেন্স হলে জাতীয় এবং রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে সহযোগিতা করেছে সিপাহীজলা জেলা প্রশাসন। আলোচনা করতে গিয়ে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা এবং জাতীয় কমিশনের চেয়ারম্যান সোনাক্ষী রাধিয়া শিশু পাচারের মূল কারণ গুলো তুলে ধরেন। শিশুদের দেহের বিভিন্ন অর্গানগুলো মানব পাচারকারীরা বেশি মূল্যে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। এছাড়া ও ত্রিপুরা রাজ্য আন্তর্জাতিক সীমানা পরিবেষ্টিত। যার ফলে বাংলাদেশ থেকেও কাজের জন্য অনেক অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের নিয়ে দেশের সীমানা অতিক্রম করে চলে আসে ভারতবর্ষে। অনেক সময় এই সমস্ত অভিভাবকরাও তাদের সন্তানদের ঠিকভাবে দেখাশোনা করতে পারে না। যার ফলে তারা মানব পাচারকারী চক্রের হাতে পড়ে যায়। এছাড়াও দারিদ্রতা এর অন্যতম কারণ । যেকোনো মূল্যে শিশু পাচার প্রতিরোধ করতে হবে। এরজন্য প্রশাসনিক সকল দপ্তরের সমন্বয় প্রয়োজন। জয়ন্তি দেববর্মা এবং সোনাক্ষী রাধিয়া ছাড়াও কর্মশালায় আলোচনা করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার, সিপাহীজলা জেলার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক উত্তম দাস এবং বিশালগড় মহকুমা প্রশাসনের ডিসিএম প্রসেনজিৎ দাস এবং সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর বিভিন্ন থানার ওসি এবং বিএসএফ এবং প্রশাসনিক আধিকারিকরা।

Related Post

Leave a Comment