প্রতিনিধি, উদয়পুর :- প্রায়শই শহর অথবা গ্রামীন এলাকা থেকে গবাদি পশু চুরি হওয়ার ঘটনা ব্যাপক বেড়ে গিয়েছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গবাদি পশুর মালিকরা । কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে গরু চুরি করে পার্শ্ববর্তী বাংলাদেশে সীমান্ত পেরিয়ে পাড়ি দিচ্ছে চোরা কারবারিদের হাত ধরে । বাংলাদেশের চোরাকারবারিদের সাথে ব্যবসার মুনাফা অর্জন করার জন্য ত্রিপুরার বিভিন্ন জায়গার গরু পাচারকারীরা যুক্ত রয়েছে। এবার গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যা রাতে টিআর ০১ এক্স ১৮২৮ নাম্বারের একটি বোলেরো গাড়িকে ছোট-বড় দশটি গরুসহ আটক করে বাগমা পুলিশ ফাঁড়ি থানা । থানার ওসি সাংবাদিকদের জানান , বিশ্রামগঞ্জ হয়ে উদয়পুর শালগড়ায় এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল । তখন নাকা চেকিং আসতে বাগমা ফাঁড়ি থানার সামনে গাড়িটিকে দাঁড় করানো হয়। গ্রেফতার করা হয় গাড়ির চালক প্রসেনজিৎ দাস নামে এক যুবককে। ওসি জানান , সোমবার দুপুরে উদয়পুর জেলা আদালতে সোপর্দ করা হবে প্রসেনজিৎকে এবং পশু আইনে মামলা নেওয়া হয়েছে। শালগড়া এলাকায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো গরুগুলিকে এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দিনের পর দিন উদয়পুর দিয়ে বহু গরু পাচার করছে বাংলাদেশে বিক্রি করার জন্য। একাংশ গরু পাচারকারী যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে গভীর রাতে। গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে বাগমা এলাকার শুভবুদ্ধি সূম্পন্ন মানুষের মধ্যে ।
132
previous post