প্রতিনিধি, বিশালগড় , ।। বামপন্থী ছাত্র যুব সংগঠনের কুৎসার জবাব দিতে ময়দানে নেমেছে যুব মোর্চা। অপপ্রচারের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বিশালগড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে যুব মোর্চা। শনিবার বিকালে বিশালগড় স্থিত ড: শ্যামাপ্রসাদ মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। এছাড়া ছিলেন যুব মোর্চার মন্ডল সভাপতি অনুরাগ চক্রবর্তী, বিজেপির সাধারণ সম্পাদক তপন দাস সহ যুব মোর্চার কার্যকর্তারা। বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসটিলায় গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। বিধায়ক সুশান্ত দেব বলেন বেশ কয়েকদিন ধরে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে বামপন্থী যুব সংগঠন। ওরা কাজ খাদ্য আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেন এ-সব নিয়ে অপপ্রচার চালিয়ে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। রক্তপাত হীন শান্তিপূর্ন নির্বাচন করে দেখিয়েছে বিজেপি । সিপিএমের জামানায় ভোটের সময় খুন সন্ত্রাস হয়েছে। মানুষের রক্ত ঝড়েছে। সরকার প্রতিটি পরিবারকে বিনামূল্যে রেশন দিচ্ছে। অথচ খাদ্য নেই বলে প্রচার করছে। সিপিএম জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আগামী চার জুন নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। পরাজয় নিশ্চিত জেনে মিথ্যাচারে ভর করে রাজনীতির ময়দানে টিকে থাকার চেষ্টা করছে সিপিএম। তিনি বলেন আসলে এখন সিপিএমের নেতাদের কোন কাজ নেই। চাঁদাবাজি করতে পারছেনা। তাই মিথ্যাচার করে বাজার গরম করতে চাইছে। এই অপপ্রচারের বিরুদ্ধে পথে নেমেছে যুব মোর্চা। গণতান্ত্রিক উপায়ে সারা রাজ্যে প্রতিবাদ হবে।
121
previous post