Home » কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নেশাজা‌তিয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।ধৃত তিন।

কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নেশাজা‌তিয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।ধৃত তিন।

by admin

ধর্মনগর প্রতিনিধি ***** একদি‌নের মাথায় ফের নেশা বি‌রোধী অ‌ভিযা‌নে বড়সড় সাফল‌্য পেল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি পু‌লিশ।বুধবার দশ লক্ষা‌ধিক টাকার বি‌দে‌শি সিগা‌রেট সহ এক ব‌্যক্তি‌কে আট‌কের পর বৃহস্প‌তিবার সকা‌লে অনুরুপ আ‌রেক অ‌ভিযা‌নে এক‌টি ক‌ন্টেনার ‌থে‌কে কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার নেশা জা‌তিয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত করল স্থানীয় পু‌লিশ।এ‌তে আটক করা হয় তিনজন‌কে।জানা গে‌ছে বৃহস্প‌তিবার সকা‌লে গুয়াহা‌টি থে‌কে এইচআর(র্থী সে‌ভেন)ই(‌ফোর টু র্থী ফোর)নম্ব‌রের ভিআরএল ল‌জি‌স্টিক লি‌মি‌টে‌ডের এক‌টি ক‌ন্টেনার গা‌ড়ি ওনলাইন সামগ্রী নি‌য়ে ত্রিপুরার আগরতলায় যাবার প‌থে চুরাইবা‌ড়ি ওয়াচ‌পো‌স্টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি।এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে চৌদ্দ কার্টু‌নে দেড়`শ বোতল ক‌রে একুশ`শ বোতল নেশা জা‌তিয় এসকফ সিরাফ উদ্ধার হয়।যার কা‌লোবাজা‌রি মুল‌্য কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।এ‌তে আটক করা হয় চালক সহ তিনজন‌কে।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে গম্ভীর সিং কুলদীপ যাদব ও সন্তোষ যাদব।এ‌দের উভ‌য়ের বা‌ড়ি উত্তর প্রদেশে।পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে এসব গন্ধ‌বি‌হিন নেশা সামগ্রীর ব‌্যাপক চা‌হিদা র‌য়ে‌ছে পড়শী দেশ বাংলা‌দে‌শে।‌সেখা‌নে শি‌শি প্রতি নেশা জা‌তিয় কফ সিরাফ এক হাজার থে‌কে বা‌রো`শ টাকা পর্যন্ত বি‌ক্রির খবর পাওয়া গে‌ছে।স্থানীয় পু‌লি‌শের ঘন ঘন নেশা বি‌রোধী অ‌ভিযা‌নে স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন এলাকার স‌চেতন মহল।

You may also like

Leave a Comment