Home » বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য অবশেষে ময়দানে নামলেন গণতান্ত্রিক যুব ফেডারেশন

বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য অবশেষে ময়দানে নামলেন গণতান্ত্রিক যুব ফেডারেশন

by admin

সামান্য বৃষ্টি হলেই বিদ্যুতের দেখা পাওয়া যাচ্ছে না যার ফলে দীর্ঘদিন যাবত গোটা কমলাসাগর বিধানসভা এলাকার জনগণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বারবার বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও আজ পর্যন্ত কোন সূরাহা হয়নি। অথচ সপ্তাহে তিন থেকে চারদিন বিদ্যুৎ শাটডাউন দিয়ে লাইনের কাজ মেরামতি করে যাচ্ছে কিন্তু তারপরেও এলাকায় বিদ্যুতের দেখা পাওয়া যাচ্ছে না। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে অবশেষে মাঠে নামলেন মঙ্গলবার দুপুর নাগাদ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত কমলাসাগর অঞ্চল কমিটি। ঐ দিন কমলাসাগর বিধানসভার মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিসে সিনিয়র ম্যানেজারের নিকট সমস্যা সমাধানের লক্ষ্যে পাঁচদফা দাবির উপর ভিত্তি করে এক ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরন্ময় নারায়ণ দেবনাথ, কমলাসাগর অঞ্চল কমিটির সম্পাদক রাজেশ দত্ত, অঞ্চল কমিটির সদস্য উত্তম দত্ত সহ TYF নেতা মধু দেববর্মা।ঐদিন সিনিয়র ম্যানেজারের নিকট নেতৃত্বরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সকল সমস্যার যুক্তিযুক্তকতা স্বীকার করে তাদেরকে আশ্বস্ত করেন উচ্চ পর্যায়ে আলোচনা করে সেই সমস্যা সমাধান করা হবে। এদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রায় 25 কিলোমিটার এরিয়া নিয়ে মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে কিন্তু মাত্র দুজন কর্মী দিয়ে কিভাবে কাজ করা হয় তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন নেতৃত্বরা। এদিকে নেতৃত্বরা তাদের পাঁচদফা দাবির উপর ডেপুটেশন মিলিত হয়ে অতি দ্রুত বিদ্যুতের সমস্যা দূর করার জন্য দাবী জানান নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে আসেন নেতৃত্বরা।

You may also like

Leave a Comment