Home » এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকারী রিসভ ছন্দ।

এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকারী রিসভ ছন্দ।

by admin

এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকারী রিসভ ছন্দ। সে উত্তর জেলার স্বনামধন্য নর্থ পয়েন্ট টু ক্লাস স্কুলের ছাত্র। এ বছরের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় সে ৪ ৮২ নম্বর পেয়ে নবম স্থান লাভ করে। তার এই ফলাফলে সে এবং তার পরিবার অত্যন্ত খুশি বলে জানায়। সে প্রথমে তার এই সাফল্যের খবর জানতে পারে ত্রিপুরা দর্পণ পত্রিকার ধর্মনগরের প্রতিনিধির মাধ্যমে । তার বাবার নাম রামানুজ চন্দ । পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মা শিল্পী চন্দ গৃহিণী। সে মা-বাবার একমাত্র সন্তান। রিশব এক সাক্ষাৎকারে জানায় তার মোট চারজন গৃহ শিক্ষক ছিল। সে প্রতিদিন নিয়মিত এবং প্রয়োজনমতো পড়াশোনা করতো। গড়ে আট থেকে নয় ঘণ্টা পড়তো। তার প্রিয় সাবজেক্ট গণিত। সে ভবিষ্যতে চিকিৎসক করতে চায় । পড়াশোনার পাশাপাশি সে ক্রিকেট খেলা পছন্দ করে এবং কিছু কিছু সময় ক্রিকেট খেলে, সে গান করে ক্লাসিকেল এ বিশারদ রয়েছে। সে এ বছর নজরুল এ বিশারদ দেবে বলে জানায়।
তার এই সাফল্যে সে তার মা-বাবার পাশাপাশি নর্থ পয়েন্ট টুয়েলভ ক্লাস স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তার গৃহ শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা জানায় । তার এই সাফল্যের সংবাদ ছড়িয়ে পড়তেই তার বাড়িতে যান ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলের পরিচালন কমিটির চেয়ারম্যান ডক্টর রজত ভট্টাচার্য,ভাইস চেয়ারম্যান দেবব্রত চক্রবর্তী, সেক্রেটারি দেবময় ভট্টাচার্যী, কোষাধ্যক্ষ রাহুল ব্যানার্জী এবং তার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান । বিদ্যালয়ের অধ্যক্ষ শশাঙ্ক্ষ শেখর দাস বিশেষ কারণে দিল্লিতে থাকায় তিনি সেখান থেকে ফোন যুগে তার সঙ্গে কথা বলেন, তার সাফল্যে তাকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে উৎসাহিত করেন বলে জানায় । বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রতিনিধি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা , অধিক্ষক কর্মী , ছাত্রছাত্রী সকলে ই তার এই সাফল্যে খুশি বলে জানা যায় এবং পাশাপাশি সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

You may also like

Leave a Comment