Home ভারত কাতলামারায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ নিগমের কর্মীদের বিরুদ্ধে

কাতলামারায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ নিগমের কর্মীদের বিরুদ্ধে

by admin
0 comment 133 views

প্রতিনিধি মোহনপুর:-এলাকাতে বিদ্যুৎ অনিয়মিত পরিষেবা নিয়ে কাঠগোড়ায় বিদ্যুৎ নিগমের কর্মীরা। অভিযোগ সাব স্টেশন থেখৈ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যায় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ঘটনা হেজামারার বিদ্যুৎ সাব ডিভিশনের অধীন কাতলামারায়।
কাতলামারা এলাকায় পৃথক বিদ্যুৎ সাবস্টেশন স্থাপন হলেও পরিষেবার উন্নয়ন হয়নি বলে অভিযোগ ভোক্তাদের। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ চলে যায়। এলাকার মানুষ হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে স্থানীয় বিদ্যুৎ সাব স্টেশনে বহুবার ফোন করেও যোগাযোগ করতে পারেনি। অবশেষে বাধ্য হয়ে গভীর রাতে বিদ্যুৎ সাব স্টেশনে গিয়ে এলাকার মানুষ দেখতে পান দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে একজন নেশায় বিভোর। অবশেষে বহু উচ্চবাচ্যের পর এলাকাতে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। কিন্তু পুনরায় ভোরবেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাতে। এলাকার মানুষ অভিযোগ করেন পুনরায় বিদ্যুৎ সাব স্টেশনে গিয়ে দেখতে পান দায়িত্বপ্রাপ্ত কর্মী মলেন দেববর্মা এবং মেনশন দেববর্মা পাওয়ার বন্ধ করে বাড়িতে চলে গেছে। এই বিষয়ে ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়েছে এলাকাবাসী। স্থানীয়দের দাবি এই সমস্যার সমাধান করতে বিদ্যুৎ নিগম অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

Related Post

Leave a Comment