Home ত্রিপুরা অপি দেবনাথ এবারের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দশম স্থান পায় ।

অপি দেবনাথ এবারের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দশম স্থান পায় ।

by admin
0 comment 355 views

ধর্মনগর
অপি দেবনাথ এবারের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দশম স্থান পায় । অপি দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর কলা বিভাগের ছাত্রী । তার প্রাপ্ত নম্বর ৪৭১। উচ্চ মাধ্যমিকে তার বিষয় ছিল বাংলা ,ইংলিশ ,এডুকেশন, ফিলোসফি এবং সংস্কৃত । অপি জানায় সে তার এই ফলাফলে অত্যন্ত খুশি । সে জানায় তার দুইজন গৃহ শিক্ষক ছিল । তার বাবার নাম রুপম দেবনাথ। একজন সবজি চাষী । মা গীতা দেবনাথ গৃহিণী। অপির দুই বোন, সে বড় ছোট বোন এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করে। অপি ভবিষ্যতে ধর্মনগর মহাবিদ্যালয় থেকে ইংলিশ অনার্স নিয়ে পড়তে চায় এবং ভবিষ্যতে সেই ইংলিশ নিয়ে এগোতে চায় । তার পড়াশোনা নির্দিষ্ট কোন সময় ছিল না তবে সে প্রতিদিন ৫-৬ ঘন্টা পড়তে বলে জানায় । তার এই সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সকলে অত্যন্ত খুশি এবং তার বন্ধু-বান্ধবীর সহ এলাকায় সকলেই তার সাফল্য তাকে অভিনন্দন জানায় ।

Related Post

Leave a Comment