প্রতিনিধি, উদয়পুর :- রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা হাত ধরে উদ্বোধন হয়েছিল সরোবর নগরী উদয়পুর জগন্নাথ দিঘির পার্ক। এই জগন্নাথ দীঘির পার্ক উদ্বোধন হওয়ার পর থেকে বিভিন্ন ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। রবিবার সকালে জগন্নাথ দীঘির পার্কে বেশ কিছু ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভাঙ্গা অবস্থা দেখতে পায় প্রাত ভ্রমণে বেরিয়ে পড়ো নাগরিকরা । কেন এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে রাতের অন্ধকারে তা বুঝে উঠতে পারছে না শহরবাসী । তাই এই জগন্নাথ দিঘী সৌন্দর্যায়নের নষ্ট না করাকে নিয়ে সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের নিকট বিজেপি ৩১ রাধা কিশোরপুর মন্ডলের তরফ থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশান প্রদান করেন। এই ডেপুটেশানে উপস্থিত ছিলেন বিজেপি ৩১ রাধা কিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ আরো অন্যান্য নেতৃবৃন্দগণ। মন্ডল সভাপতি বললেন, জগন্নাথ দিঘীর পার্কে এক ধরনের দুষ্কৃতিকারীরা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির সৌন্দর্যায়নের রূপ দিয়েছে। সেই সৌন্দর্য গুলির মধ্যে এক ধরনের দুষ্কৃতিকারীরা সেই জায়গায় কিছু না কিছু সরঞ্জাম ভেঙ্গে ফেলে দিচ্ছে । জগন্নাথ দিঘীর পার্কে এই ধরনের অত্যাচার যেন বন্ধ করা হয় আবেদন করেন মন্ডল সভাপতি প্রবীর দাস ।
জগন্নাথ দিঘী পার্কের সৌন্দর্য রক্ষার্থে ডেপুটেশন দিল মহকুমা শাসকের নিকট আর কেপুর মন্ডল সভাপতি
by admin
written by admin
324
previous post