ধর্মনগর প্রতিনিধি। পানিসাগর মহকুমাধিন পেকু ছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের উদ্বাস্তুদের। প্রথমবার একবার বনদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছিল। আজ অর্থাৎ সোমবার আবার দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়। কিন্তু উদ্বাস্তুর টাকার অভাবে যেতে অসম্মতি প্রকাশ করে। কারণ এখান থেকে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার অশোক কুমারের এখানে যেতে বেশ টাকা লাগবে। তারা বলেন অন্ততপক্ষে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে তবে প্রত্যেকেই আসবে। ১০ টাকা কেউ ,২০ টাকা দিলে অবশেষে তাদের কাগজপত্র প্রভৃতি ফটোকপি করে নিয়ে আসে কিছু সংখ্যা এলাকাবাসী। তাদের প্রত্যেকের ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে কে কোথায় ছিল, বাবা, ঠাকুরদা কোথায় ছিল ,কেন এসেছে, কবে এসেছে, কোথা থেকে এসেছে এইসব জিজ্ঞেস করেন এসডিএফও অশোক কুমার আইএফএস। কিন্তু যেহেতু প্রত্যেকে আসতে পারেননি তাই আবার একটি নোটিশ দেবেন বলে জানিয়ে দেওয়া হয়। প্রত্যেকের ইন্টারভিউ এর পর সঠিক ব্যবস্থা সঠিক সময়ে নেওয়া হবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। কাঞ্চনপুরের বিভিন্ন এলাকা থেকে কেন এরা এসেছেন, অল্প কয়েকটি পরিবার বিস্তারিতভাবে এসডি এফ ও কে জানায়। কিন্তু কয়েকটি মাত্র পরিবার হওয়ায় এফডিএফও তাদের বক্তব্যের চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি। তাই তিনি আরেকদিন সরকারি নোটিশ আসবে বলে জানিয়ে দেন।
সুরাহা হলো না পেকুছড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মানুষদের।
124