নিজস্ব প্রতিনিধি , আগরতলা : গতকাল সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে, তান্না কর চৌধুরীর নেতৃত্বে গান্ধী স্কুল সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করছে। সেখানে হানা দিয়ে তান্না কর চৌধুরী সহ তিনজনকে আটক করে পুলিশ। এবং আরেকটি সংবাদের ভিত্তিতে মহিলা কলেজের সামনে থেকে আরো দুজনকে মোট পাঁচজনকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে
চৌদ্দগ্রাম ব্রাউন সুগার, পাশাপাশি ৩৬০ টি কৌটা এবং নগদ ২৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি দুটি বাইক ও একটি স্কুটি এবং পাঁচটি মোবাইলও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে এন ডি পি এস এক্টে মামলা নিয়ে আজ আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন। তিনি আরো জানান আটকৃত ব্রাউন সুগারের মূল্য প্রায় ৭০ লক্ষ টাকার মত হবে। প্রসঙ্গত তান্না কর চৌধুরীর নামে ইতিমধ্যেই পূর্ব আগরতলা থানায় ছটি কেস নথিভুক্ত আছে। যার ভিতর দুটি ডাকাতির এবং চারটি এনডিপিএস মামলা।
পুলিশ ব্রাউন সুগার সহ পাঁচজন যুবককে গ্রেফতার করে আগরতলা গান্ধীগ্রাম স্কুল এলাকা থেকে ।
218
previous post