প্রতিনিধি, উদয়পুর :-আগামী জুন মাসে গোমতী জেলায় অনুষ্ঠিত হবে ভারতীয় মজদুর সংঘের কার্যকারিনী বৈঠক । বৈঠকের আগে এখন থেকেই সাংগঠনিক দিক দিয়ে নিজেদের সংগঠনকে সাজিয়ে তোলার জন্য শুরু হয়েছে প্রচার অভিযান এবং প্রস্তুতি বৈঠক । রবিবার দুপুরে টেপানিয়া পন্ডিত দীনদয়াল আশ্রয় নিবাসের কনফারেন্স হল ঘরে আয়া কর্মী , সাফাই কর্মী , নিরাপত্তা রক্ষী কর্মী ও ১০২ অ্যাম্বুলেন্সের কর্মী সংঘের কর্মীদেরকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন , গোমতী জেলা বিএমএস এর সভাপতি গৌতম দাস , মিডিয়া সেলের ইনচার্জ দ্বিগবিজয় ভাওয়াল, টেক্সি চালক সংঘের সভাপতি কৃষ্ণ বৈদ্য ও বিএমএসের গোমতী জেলা প্রভারী হেলেন দেববর্মা সহ প্রমূহ । কার্যকারিনী বৈঠকের প্রস্তুতি বৈঠক নিয়ে বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস বলেন , আজকে উদয়পুর টেপানিয়া ও মহকুমা হাসপাতালে সমস্ত কর্মীদেরকে নিয়ে এক প্রস্তুতি বৈঠক করা হয়। সেই সাথে কার্যকরণী বৈঠকের এডহক কমিটি তৈরি করা হয়েছে । সেই সাথে বর্তমানে বিভিন্ন হাসপাতাল গুলিতে চলছে রক্তের সংকট। এই রক্তের সংকট মেটানোর জন্য এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এদিনের বৈঠকে এছাড়া সাংগঠনিক আলোচনা করা হয় এবং তাদের কি ধরনের সমস্যা রয়েছে সমস্ত বিষয়ে অবগত হয়েছে রাজ্য এবং জেলা নেতৃত্ব। গোটা বৈঠকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।
160
previous post