Home » গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে সীমান্তে গরু চুরি

গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে সীমান্তে গরু চুরি

by admin

প্রতিনিধি কৈলাসহর:-সীমান্ত গ্রাম শ্রীরামপুর এলাকার ১নং ওয়ার্ড এলাকায় গতকাল গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশের গরু চোরেরা তিন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়।তিনটি বাড়ি থেকে মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।যাদের বাড়ি থেকে গরু গুলো চুরি হয়েছে উনারা হলেন প্রদীপ দাস,সুব্রত দাস ও সঞ্জীত দাস।গোটা ঘটনা নিয়ে উক্ত এলাকায় গতকাল রাত থেকেই উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ সীমান্ত এলাকায় বিএসএফ জয়ানরা টহলরত অবস্থায় থাকার পরও বিএসএফ এর চোখে ধুলো দিয়ে কিভাবে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেল চোরের দল।উক্ত চুরির ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন ১৯৯ নং ব্যাটালিয়ানের আধিকারিকরা।এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে কৈলাসহর থানায় খবর পাঠালে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার পুলিশ।বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ।তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর পক্ষ থেকে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল জানান বিএসএফ তাকে জানিয়েছেন যে গেইটের পাশে কাঁটাতারের বেড়া কেটে চোরেরা গরুগুলিকে বাংলাদেশে নিয়ে গেছে।অথচ তিনি সহ গ্রামবাসীরা গিয়ে দেখেন যতটুকু তার কাটার বেড়া কাটা হয়েছে তা দিয়ে গরু তো দূরের কথা একটি ছাগল যেতেও কষ্ট হবে। এনিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।এই ঘটনায় বিএসএফ ১৯৯ নম্বর ব্যাটেলিয়ানের বিরুদ্ধে সন্দেহের আঙুল উঠেছে বলে অভিযোগ।এই গরুগুলো দিয়ে যারা সংসার প্রতিপালন করতেন এই পরিবারগুলো পড়েছে মহাবিপাকে। গরুগুলো যাতে খুব সহসাই পুনরুদ্ধার হয় ক্ষতিগ্রস্তরা সেই দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।

You may also like

Leave a Comment