118
ধর্মনগর প্রতিনিধি। অবশেষে ধর্মনগর থানার পুলিশ ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে গ্রেপ্তার করল গত ১০ মে ভাগ্য পড়ে যে ডাকাতি হয়েছিল তার মূল পান্ডাকে। যাকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করা হয়েছে সেই চোর নিজামুদ্দিন এবং তার বাবা ইউনুস মিয়া বাড়ি ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে ধর্মনগর থানাধীন। এখন পর্যন্ত তার কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেলেও তদন্তের স্বার্থে পুলিশ গোপন রেখেছে এবং অতিসত্বর ডাকাতির ঘটনার সুরাহা হবে বলে ধর্মনগর থানার বড়বাবু অর্থাৎ ওসি জানিয়েছেন।