প্রতিনিধি, বিশালগড়,
২ মে।। হিন্দু নাবালিকা অপহরণ এবং ধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গত ২৭ এপ্রিল বিশালগড়ের এক হিন্দু নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় সোনামুড়ার কুলুবাড়ির সাদ্দাম হোসেন। ফেসবুকে মেয়েটির সঙ্গে পরিচয় হয়েছিল সাদ্দামের। ধর্মীয় পরিচয় এবং বিবাহিত জীবনের কথা গোপন রেখে মেয়েটির সঙ্গে ভালবাসার নাটক করে সে। গত ২৭ এপ্রিল মেয়েটিকে তুলে নিয়ে যায় সাদ্দাম। বাড়িতে গিয়ে মেয়েটি জানতে পারে সাদ্দাম হোসেন বিবাহিত এবং দুটি সন্তান রয়েছে। এবং সে মুসলমান সম্প্রদায়ের। তাই মেয়েটি বাড়িতে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু সাদ্দাম হোসেন মেয়েটিকে আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ করে। গত মঙ্গলবার কোনক্রমে পালিয়ে আসতে সক্ষম হয় মেয়েটি। পরবর্তী সময়ে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে। পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। সাদ্দামের সহযোগিতা পেশায় মুহুরি অভিষেক চক্রবর্তী এখনো অধরা। অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশালগড় মহিলা থানায় ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যার্থী পরিষদের এক প্রতিনিধি দল মহিলা থানার আধিকারিকের হাতে দাবি সনদ পেশ করেন। কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যার্থী পরিষদের রাজ্য কমিটির সদস্যা অর্পিতা মজুমদার, বিশালগড় শাখার সেক্রেটারি শুভ্রজিৎ রায় প্রমুখ । মহিলা থানার আধিকারিকরা নির্যাতিতাকে আইনি বিচার পাইয়ে দিতে এবং অভিযুক্তদের শাস্তির বিষয়ে সবধরনের ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
বিশালগড় মহিলা থানায় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন
144
previous post