আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানাধীন গোপিটিলা এলাকায় অভিযান চালিয়ে এক মহিলা সহ দুইজন নেশা কারবারিকে জালে তুলে খোয়াই থানার পুলিশ। খোয়াই থানা সূত্রে জানা যায় এদিন দুপুরে গুপি টিলা এলাকার জৈনিক মহিলা মনিকা দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬০ গ্রাম ব্রাউন সুগার নগদ ২৪ হাজার ১ ৬০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি শেষপেয়ার দেববর্মা নামে আরও এক নেশা কারবারিকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মনিকা দেববর্মা এবং তার পরিবার নেশার ঠেগ চালিয়ে যাচ্ছে। পুলিশকে জানানোর পরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি মহিলা নেশা কার বারির বিরুদ্ধে। অবশেষে সোমবার এলাকাবাসী জোট বদ্ধ হয়ে নেশা সামগ্রী সহ মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে এন ডি পিএস ধারায় মামলা গ্রহণ করেছে। আগামীকাল তাদের আদালতের প্রেরণ করা হবে।
115